binodonerpadmaful
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বিজয় দিবস কাবাডিতে নৌবাহিনী ও পুলিশ চ্যাম্পিয়ন


বিনোদনের পদ্মফুল | ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৫, ২০২৪, ০২:১৯ পিএম বিজয় দিবস কাবাডিতে নৌবাহিনী ও পুলিশ চ্যাম্পিয়ন

বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আর নারী বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। এ দিন বিমানবাহিনীকে হারিয়ে শিরোপা জিতে নৌবাহিনীর পুরুষ দল। আর নারী বিভাগে আনসার দলের বিপক্ষে জয় পেয়েছে পুলিশ দলের মেয়েরা ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পল্টনের হ্যান্ডবল মাঠে পুরুষ ও নারী দুই বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ দিন কাবাডিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে পুরুষ বিভাগের বিমানবাহিনী ও নৌবাহিনীর মধ্যে। টানটান উত্তেজনাকরে ওই ম্যাচে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে বিমানবাহিনীকে হারায় নৌবাহিনী। তুহিন তরফদাররা জিতেছে ৩৮-৩৬ পয়েন্টে। গ্রুপ ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই দল। তবে ওই লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ বিমানবাহিনী। ফাইনালে সেই প্রতিশোধ নিলে তারা।
ম্যাচের শুরুতে এগিয়ে ছিল বিমানবাহিনী। তবে ম্যাচের সময় বাড়ার সাথে নিজেদেরকে শক্ত অবস্থানের দিকে এগিয়ে নিতে থাকে নৌবাহিনী দল। প্রথমার্ধে ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নৌবাহিনী। তাদের সংগ্রহ ছিল ২৬। আর বিমান বাহিনীর ১৪।
প্রথমার্ধের শেষের আঘাত পেয়ে দিকে মাঠ ছাড়েন বিমান বাহিনীর খেলোয়াড় দীপায়ন। এর ফলে শক্তিতে কিছুটা ভাটা পড়ে বিমানের। টানা তিন খেলায় ম্যাচ সেরা হয়েছিলেন দীপায়ন।
বিরতির পর ম্যাচ জমিয়ে তোলে বিমান বাহিনী। পয়েন্টের ব্যবধান কমিয়ে চোখ রাঙাচ্ছিল নৌবাহিনীকে। এক সময় দুই দলের পয়েন্ট দাঁড়ায় সমান ৩৪। তবে শেষ দিকে আর কুলিয়ে উঠতে পারেনি বিমান বাহিনী। ম্যাচ শেষে বিজয়ের উল্লাসে মেতে উঠে নৌবাহিনীর খেলোয়াড়রা।
ম্যাচে দুটি করে লোনা পেয়েছে দুই দলই। সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর তুহিন তরফদার। টুর্নামেন্টের সেরা রেইডার বিমানবাহিনীর মিজান আহমেদ। সেরা ক্যাচার নৌবাহিনীর নাসির উদ্দিন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিমানবাহিনীর দীপায়ন।
নারী বিভাগের ফাইনালে পুলিশ ২৬-১৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে। প্রথমার্ধে পুলিশ ও আনসারের পয়েন্ট ছিল সমান ১০। দ্বিতীয়ার্ধে পুলিশ ব্যবধান বাড়িয়ে সুবিধাজনক অবস্থায় চলে যায়। ম্যাচের সেরা খেলোয়াড় পুলিশের ইসরাত জাহান। টুর্নামেন্টের সেরা রেইডার পুলিশের নবর্ষী চাকমা। সেরা ক্যাচার আনসারের স্মৃতি খাতুন। আর সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের শ্রাবণী মল্লিক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

Side banner