binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 

বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন


বিনোদনের পদ্মফুল | সালমা আহমেদ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:১৭ পিএম বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপজেলা পর্যায়ে বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২৩ ডিসেম্বর) বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. আজিজ। 
এছাড়াও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইউএনও আবুল মনসুর তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।
ফাইনাল খেলায় বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা শাখা) উপজেলা পর্যায়ে  ২০১১ সাল থেকে শুরুর পর টানা ১০ বার চ্যাম্পিয়ন ও জাতীয় পর্যায়ে ১ বার রানার আপ হয়। কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয় রানার্স আপ।
ছেলেদের মধ্যে পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হয় বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রাবন্তী।

Side banner