binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জিবলিতে ছবি বানাবেন যেভাবে


বিনোদনের পদ্মফুল | তথ্যপ্রযুক্তি ডেস্ক এপ্রিল ১, ২০২৫, ০৭:৫০ পিএম জিবলিতে ছবি বানাবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে জিবলি নিয়ে রীতিমতো ঝড় চলছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলেব কেউ বাদ নেই, সবাই নিজেদের নয়া অবতারের ছবি শেয়ার করছেন। সবাই পছন্দমতো ছবি নিয়ে বানিয়ে ফেলছেন জিবলি স্টাইল ছবি। কিন্তু অনেকে আবার এই ছবি বানাতে গিয়ে বিপাকে পড়ছেন। শত চেষ্টার পরও ছবি বানাতে পারছেন না। জেনে নিন কেন এই সমস্যা। কীভাবে এর সমাধান মিলবে।
মূলত সঠিক প্রম্পট ব্যবহার না করার কারণেই অনেকে জিবলি ছবি তৈরি করতে পারছেন না। চ্যাটজিপিটি তৈরিই হয়েছে ইনপুট বুঝে কাজ করার জন্য। সেক্ষেত্রে যদি সঠিকভাবে নির্দেশ না দেওয়া হয় তাহলে সমস্যা। অনেকক্ষেত্রেই এআই বুঝতে পারছে না, ব্যবহারকারী কী চাইছেন, সেই কারণেই মনের মতো ছবি উপহার দিতে পারছে না। তাই জিবলি ছবি বানানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে নির্দেশে যেন গণ্ডগোল না হয়।
যেভাবে জিবলি ছবি বানাবেন
১. প্রথমে খুলুন চ্যাটজিপিটি।
২.+ চিহ্নে ক্লিক করে ছবি বেছে নিন।
৩. লিখুন, ‘ টার্ন দিস ইনটু জিবলি স্টাইল স্টুডিও’।
৪. এবার সেন্ট অপশন সিলেক্ট করুন। তারপর অপেক্ষা করুন। ১ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে জিবলি ছবি।
এছাড়াও রয়েছে অন্য অপশনও
১. চলে যান গ্রোক এআই প্ল্যাটফর্মে। খুঁজুন ‘এক্স ডট এআই’। এবার বেছে নিন ট্রাই গ্রোক অপশন।
২. এবার ছবি বেছে নিন।
৩. লিখুন, ‘ টার্ন দিস ইমেজ ইনটু এ জিবলি এনিমি স্টাইল’।
এভাবেই চেষ্টা করে দেখুন। তৈরি হয়ে যাবে পছন্দের জিবলি ছবি।
উল্লেখ্য, ওপেনএআইয়ের চ্যাটজিপিটির নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। চ্যাটজিপিটির ব্যবহারকারীরা জিবলি স্টাইলে ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, দ্য লর্ড অব দ্য রিংস, এমনকি যুক্তরাষ্ট্রের ৯/১১-এর সন্ত্রাসী হামলার ছবি তৈরি করে একের পর এক মিম পোস্ট করতে শুরু করেন।

Side banner