binodonerpadmaful
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইফোনে রাখা ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখবেন কীভাবে?


বিনোদনের পদ্মফুল | প্রযুক্তি ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৪, ০৪:০৪ পিএম আইফোনে রাখা ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখবেন কীভাবে?

যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইন্টারনেট সংযোগ। আর নির্বিঘ্নে ইন্টারনেট সংযোগে ওয়াই-ফাইয়ের জুড়ি মেলা ভার। তবে, অনেক সময়ই ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড শেয়ার করতে গিয়ে বাধে বিপত্তি। কীভাবে আইফোনে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড দেখবেন, কপি ও শেয়ার করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
সেটিংস অ্যাপ থেকে
এটি কাজ করার জন্য অবশ্যই নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে আগে থেকে যুক্ত থাকতে হবে অথবা রাউটারের যথেষ্ট কাছে থাকতে হবে। পাশাপাশি, আইফোন বা আইপ্যাডে অবশ্যই আইওএস ১৬ বা তার পরের সংস্করণ ইনস্টল থাকতে হবে।
১. প্রথমে সেটিংস অ্যাপ চালু করুন। এরপর ‘ওয়াই-ফাই’ অপশনে যান।
২. যে ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য পাসওয়ার্ড চান সেটি খুঁজুন। এরপর নেটওয়ার্ক নামের ডানদিকে নীল রঙের তথ্য আইকনে চাপুন।
৩. ‘পাসওয়ার্ড’ অপশনে চাপুন। এরপর পাসওয়ার্ড দেখতে নিজের ফেইস আইডি, টাচ আইডি বা পাসকোড দিন।
৪. সবশেষে, পাসওয়ার্ড সংরক্ষণ করতে ‘কপি’ অপশনে চাপুন।
এখান থেকে কপি করে পাসওয়ার্ড শেয়ার করতে নিতে পারবেন।
পাসওয়ার্ডস অ্যাপ
সম্প্রতি আইওএস ১৮’র সঙ্গে অ্যাপল এনেছে পাসওয়ার্ডস অ্যাপ। এটিও ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সংরক্ষণ করে। তবে, এর জন্য অবশ্যই ফোনে আইওএস ১৮ সংস্করণ থাকতে হবে।
১. প্রথমে পাসওয়ার্ডস অ্যাপটি চালু করুন। এটি চালু করতে ফেইস আইডি, তাচ আইডি ও ফোনের পাসকোড প্রয়োজন হবে।
২. যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানতে চান তার ওপর চাপুন।
৩. পাসওয়ার্ডের ওপরে চাপলেই সেটি দেখতে পারবেন।
পাসওয়ার্ড দেখানোর পরে, এটি কপি করার অপশন দেখাবে। সেখান থেকে, পাসওয়ার্ডটি মেসেজে বা নিজের ইচ্ছামত মাধ্যমে শেয়ার করতে পারেন।
এরইমধ্যে সঙ্গে রয়েছে এমন কাউকে পাসওয়ার্ড দেখাতে চাইলে ‘শো নেটওয়ার্ক কিউআর কোড’ অপশনে চাপুন। কোডটি সঙ্গে থাকা বন্ধুর ফোন থেকে স্ক্যান করলেই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারবে। বিশেষ করে কাউকে পাসওয়ার্ড না জানিয়েই ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত করতে চাইলে এ ফিচারটি ভালো কাজে দেয়।

Side banner