binodonerpadmaful
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

এজেন্সির গাফিলতিতে ১০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৫, ০১:৫৬ পিএম এজেন্সির গাফিলতিতে ১০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়িভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি ৯টি এজেন্সি। সে জন্য এ বছর ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে।
মূলত মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়িভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি না করায় এসব যাত্রীর হজযাত্রা অনিশ্চিত। সৌদি আরব হজযাত্রীদের জন্য বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেই ‘নসুক মাসার সিস্টেমে’ এখন পর্যন্ত বাংলাদেশি ৯টি হজেন্সির ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো তথ্য নেই।
তবে সৌদি আরবের দেওয়া সময়সীমা শেষ হলেও এখনও অনলাইনে মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া করা যাচ্ছে বলে জানিয়েছেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, ‘আমরা হজযাত্রীদের বাড়ি ভাড়ার সময় বাড়ানোর উদ্যোগ নিতে অনুরোধ জানিয়ে ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তবে সময়সীমা শেষ হলেও এখনও হাজিদের বাড়ি বা হোটেল ভাড়া করার সুবিধা খোলা আছে। যারা এখনও মক্কা-মদিনায় হাজিদের জন্য বাড়ি ভাড়া করেননি বা করতে পারেননি তারা দ্রুত বাড়ি ভাড়া করছে। শিগগিরই এ শঙ্কা কেটে যাবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময় বাড়িভাড়া ও পরিবহন চুক্তি না করায় এ পর্যন্ত ২১টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হজপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে জানান ধর্মবিষয়ক উপদেষ্টা।
এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব ফারুক আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মক্কায় ১ হাজার ১২৬ এবং মদিনায় ১ হাজার ৬৭ জন হজযাত্রীর বাড়িভাড়া এখনও চূড়ান্ত না হওয়ায় ২ হাজার ১৯৩ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ৮ বারের অনুরোধ সত্ত্বেও ৯ এজেন্সি এখন পর্যন্ত এসব হজ গমনেচ্ছু যাত্রীর বাড়ি ভাড়া করেনি।
এজেন্সিগুলোর মধ্যে দ্যা ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুর মক্কায় ৪০৩ এবং মদিনায় ২৪০, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুর মক্কায় ১৯৩ এবং মদিনায় ৪২৮, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম মক্কায় ১৮০ এবং মদিনায় ৭৭, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেড মক্কায় ১৬৫ এবং মদিনায় ১০৭, গলফ ট্রাভেলস মক্কায় ১৫৭, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস মক্কায় ১৫২, বর্ষা ওভারসিস মদিনায় ১১৭, চ্যাপলান ওভারসিস লিমিটেড মদিনায় ৯৮ এবং দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস মক্কায় ৪১ জনের বাড়ি ভাড়া না করায় এসব হজযাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
যদিও ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, মক্কায় ৭ হাজার ২৭৪ ও মদিনায় ৩ হাজার ২১৩ জনের বাড়িভাড়া এখনও চূড়ান্ত না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জনের হজযাত্রা নিয়ে শঙ্কা রয়েছে।
এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সর্বশেষ ৭ এপ্রিল মন্ত্রণালয়ের কর্মকর্তারা হজ এজেন্সিসমূহের সঙ্গে জুম প্ল্যাটফর্মে সভা করেছেন। এজেন্সির দেওয়া তথ্য অনুসারে, ৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মক্কায় ১ হাজার ১২৬ জন এবং মদিনায় ১ হাজার ৬৭ জন হজযাত্রীর নুসুক মাসার প্ল্যাটফর্মে হোটেল বা বাড়িভাড়ার রিকোয়েস্ট এখনও সাবমিট করা হয়নি।
তিনি বলেন, বেসরকারি মাধ্যমের ৮১ হাজার ৯০০ জন হজযাত্রীর মধ্যে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মক্কায় ৭৪ হাজার ৬২৬ জন ও মদিনায় ৭৮ হাজার ৬৮৭ জনের বাড়িভাড়া নিশ্চিত হয়েছে এবং মক্কায় ৭ হাজার ২৭৪ জন এবং মদিনায় ৩ হাজার ২১৩ জন মোট ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর বাড়িভাড়া এখনও চূড়ান্ত হয়নি।
ধর্ম উপদেষ্টা বলেন, সোমবার পর্যন্ত এরূপ এজেন্সির সংখ্যা ছিল ২১, কিন্তু এখন সেটা ৯টিতে নেমে এসেছে। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখিত সময়ের মধ্যেই সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্যও আমরা হজ এজেন্সিসমূহকে চিঠি দিয়েছি।
তিনি বলেন, আমরা সব এজেন্সিকে অনুরোধ জানাবো তারা যেন হজযাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করেন। অনলাইন প্ল্যাটফর্মে বাড়িভাড়ার রিকুয়েস্ট সাবমিট ও উক্ত রিকুয়েস্ট অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীদের সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়।
তিনি আরও বলেন, হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমের ১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই- কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে।
প্রতিবছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্র হন সৌদি আরবের মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে। আর এ বাড়ি ভাড়ার কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো।
ভিসার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। আমাদের হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট সিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন।
এ বছর হজযাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এসব হজযাত্রী ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজপালন করবেন।

Side banner