binodonerpadmaful
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তাহেরীর মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ


বিনোদনের পদ্মফুল | চট্টগ্রাম প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০২৪, ০৭:৪২ পিএম তাহেরীর মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়ায় উদ্দিন তাহেরীর নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণসমাবেশ হয়। সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেন তারা। আহলে সুন্নত তরুণ ওলামা পরিষদের ব্যানারে হওয়া এ সমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জয়নুল আবেদীন জুবায়েরসহ নেতারা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, গিয়াস উদ্দিন তাহেরীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
একটি মহল প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করছে উল্লেখ করে বক্তারা বলেন, পুলিশ জনতার পক্ষে থাকবে। তারা যেন কারো দ্বারা প্রভাবিত হয়ে ব্যবহার না হয়। মিথ্যা মামলার বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। যদি এভাবে চলতে থাকে আমরা দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। কিন্তু এখনো বৈষম্য দূর হয়নি। আলোচিত বক্তা তাহেরীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে।
আহলে সুন্নত তরুণ ওলামা পরিষদের সমন্বয়ক ইকবাল হোসেন আল কাদেরীর সভাপতিত্বে সমাবেশ শেষ হয়। এরপর নগরীর চেরাগি পাহাড়, আন্দরকিল্লা হয়ে লালদিঘী এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা।
এর আগে গিয়াস উদ্দিন তাহেরীর উসকানিতে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে আখাউড়া নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আখাউড়া থানার এসআই বাবুল মিয়া বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

Side banner