চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর এলাকায় পূঁজামন্ডপ পরিদর্শন ও পূজা কমিটির সভাপতি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি সদস্যরা।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যার পরে রহনপুর ১৬ বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপ পরিদর্শন ও মন্ডপের দায়িত্বে থাকা সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন রহনপুর ১৬ বিজিবি রহনপুর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ ও তার সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শন কালে তারা পূজা কমিটির সভাপতি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। সাথে সনাতন ধর্মালম্বীদের সকল কে শারদীয়া শুভেচ্ছা জানান। মতবিনিময় কালে তারা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে পূজা উদযাপন করার জন্য আহ্বান জানান।
পূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি হটলাইন সেবাও চালু আছে সাথে সাথে তাদের অবহিতকরণের জন্য বলেন।
আপনার মতামত লিখুন :