আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। এর সফলতায় দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মুঃ মুনিরুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
এছাড়া এসময় ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তিন শতাধিক ব্যবসায়ি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :