binodonerpadmaful
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
প্রতিদ্বন্দ্বিরা জামানত হারিয়েছেন

বাঞ্ছারামপুরে সিরাজুল ইসলামের হ্যাট্রিক


বিনোদনের পদ্মফুল | ফজলে রাব্বি রিফাত মে ৩০, ২০২৪, ১২:২৩ পিএম বাঞ্ছারামপুরে সিরাজুল ইসলামের হ্যাট্রিক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। হ্যাট্রিক বিজয়ের মধ্যে দিয়ে বাঞ্ছারামপুরের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে যান তিনি। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সবাই জামানত হারিয়েছেন।  
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বাঞ্ছারামপুরে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার কোথাও বড়ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঘোড়া প্রতীকে ৮৩ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম (তুষার) আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৬২ ভোট। অন্যদিকে হেলিকপ্টার প্রতীকে মো. শাখাওয়াত হোসেন ডালিম ১ হাজার ১০৫ ভোট এবং বিএনপি নেতা এবিএম আলী কাউসার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৬১৯ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে আবারও বিজয়ী হয়েছেন সায়েদুল ইসলাম ভুঁইয়া বকুল। টিয়া পাখি প্রতীকে তিনি পেয়েছেন ৮২ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিও জামানত হারিয়েছেন। বই প্রতীকে মামুন মোক্তার পেয়েছেন ৪ হাজার ৪৮৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আমির হাঁস প্রতীকে ৭২ হাজার ৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজা আক্তার রশ্মি কলস প্রতীকে ১১ হাজার ৭১৮ ভোট পেয়েছেন। এছাড়া ইয়াসমিন নূর বুলকা ফুটবল প্রতীকে ৩ হাজার ৫৭৯ ভোট পেয়েছে জামানত হারিয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ১৯৪ জন। মোট ভোট কেন্দ্র ১০২। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৩৩.৩৬ শতাংশ।

Side banner