binodonerpadmaful
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
উখিয়া উপজেলা চেয়ারম্যান

হামিদুল হক চৌধুরীর জানাযায় হাজারও মানুষের ঢল


বিনোদনের পদ্মফুল | হারুন অর রশিদ মে ২৫, ২০২৪, ০৩:৩৮ পিএম হামিদুল হক চৌধুরীর জানাযায় হাজারও মানুষের ঢল

কক্সবাজারের উখিয়া টেকনাফের বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী চির বিদায় নিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গত শুক্রবার (২৪ মে) বিকেল ৩টার সময় উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের যানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন পটিয়া মাদ্রাসার পরিচালক ওবাইদুল্লাহ হামজা। জানাজা শেষে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
বর্ষীয়ান এই শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ হামিদুল হকের যানাজায় অংশ নিতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উখিয়া উচ্চ বিদ্যালয়ের মিনি স্টেডিয়ামে উপস্থিত হয়। তাকে এক নজর দেখা ও বিদায় জানাতে হাজারও ভক্ত, অনুসারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংসদ সদস্য সহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত থেকে বক্তব্য, দোয়া ও শ্রদ্ধাভরে শেষ বিদায় জানান।
সফল এই রাজনীতিবিদ উখিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা হয়ে উঠার আগে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি উখিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ছিলেন।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিযেছেন। তাঁর মৃত্যুতে উখিয়াবাসী একজন মহান ব্যক্তিকে হারান।
জানাজার পূর্বে রামু-কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল হুইফ তার বক্তব্যে শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুব রহমান, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান নুরুল আবছার, উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ইউএনও উখিয়া, উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ আরও অসংখ্য নেতাকর্মী এবং ব্যক্তিবর্গ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। গণমানুষের এই নেতা কক্সবাজারের উখিয়া উপজেলা পষিদেও সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিগত সময়ে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

Side banner