লোহাগাড়া উপজেলা নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে একদিকে সরকার যেমন প্রশংসিত হবে অন্যদিকে ভোটারদেরও কদর বাড়বে, এমনটাই মন্তব্য করেছেন এলাকার সাধারণ ভোটাররা।
লোহাগাড়া উপজেলা নির্বাচন আগামী ৫ জুন। ৩ পদে ৮ জন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় এলাকার জনপদগুলো সরব। পাড়া-মহল্লায়, হাট-বাজার, স্টেশনে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। একদিকে প্রার্থীদের গণসংযোগ এবং অন্যদিকে চলছে প্রচারণা। তাছাড়া মাইকিং প্রচারণায় চলছে রকমারি গানের সুরে প্রার্থীদের গুণকীর্তন। এছাড়া প্রার্থীর স্বজনেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করে যাচ্ছেন। পাশাপাশি জামায়াত-বিএনপি নির্বাচন বর্জন করায় ২ দলের নেতৃবৃন্দরা নির্বাচন মাঠে নেই। কিন্তু দু’দলের তৃণমূল পর্যায়ের সাধারণ সমর্থকরা কি ভাবছেন তা বড় ধরণের একটি বিষয় বলে মন্তব্য করেছেন সচেতন মহল। এছাড়া ভোটার উপস্থিতির উপর তারা গুরুত্বারোপ করেছেন। এলাকার শান্তিপ্রিয় নির্দলীয় ভোটাররা যাচাই-বাছাই করে তাঁদের পছন্দের উপযুক্ত প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী (আনারস), আলহাজ্ব সিরাজুল ইসলাম চেীধুরী (ঘোড়া), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ (মোটর সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. সরওয়ার মামুন (চশমা), জমিল উদ্দীন (টিউবওয়েল), ফরহাদুল ইসলাম (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার (কলস), শাহীন আক্তার সানা (ফুটবল) নির্বাচন করছেন। বর্তমানে প্রত্যেক প্রার্থী যোগ্যতার পরিচয় দিয়ে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাড়া-গাঁয়ে প্রার্থী ও তাঁর স্বজনেরা ভোটারদের সাথে কুশলাদি বিনিময় ও কোলাকুলি করছেন প্রতিনিয়ত।
চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরী দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি নির্বাচনে উপজেলার সর্বদলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁর বাড়ি উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ায়। আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বর্তমানে নির্দলীয় এবং লোহাগাড়া নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তিনি সাবেক চুনতি ইউপি চেয়ারম্যান ছিলেন। তাঁর বাড়ি চুনতি ইউনিয়নেই। অপর প্রার্র্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ নির্দলীয় এবং লোহাগাড়ার সচেতন নাগরিকবৃন্দের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বাড়ি আমিরাবাদ ইউনিয়নে।
উল্লেখ্য, লোহাগাড়ার সাধারণ ভোটারদের প্রশ্ন, উপজেলা নির্বাচনে শীর্ষস্থানীয় চার রাজনৈতিক নেতৃবৃন্দ বর্তমান এমপি এম এ মোতালেব সিআইপি, সাবেক এমপি অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি কোন দিকে, তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন শান্তিপ্রিয় সাধারণ ভোটাররা।
আপনার মতামত লিখুন :