নানা উত্তেজনার মধ্যে রাজশাহীতে তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় ভোটগ্রহণ শেষ বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। পূঠিয়া উপজেলায় আনারস প্রতীকের আব্দুস সামাদ ২৬৬৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মাসুদ পেয়েছেন ২৩৬৭৯ ভোট।
দূর্গাপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ মোটর সাইকেল প্রতীকে ৪২১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অপর প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭৩৭২ ভোট।
বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফলে ঘোড়া প্রতীকের প্রার্থী জাকিরুল ইসলাম ৪৮০২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৪৩১৩ ভোট, নাছিমা বেগম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২২৬৪ ভোট।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে বাগমারায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থী ছিলেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শহিদ।
এছাড়াও পুঠিয়া উপজেলায় শুধু চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ছিলেন এবং দুর্গাপুরে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন করে প্রার্থী ছিলেন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন।
উল্লেখ্য তিনটি উপজেলায় মোট ভোটার ৬ লাখ ৫২ হাজার ৯০৮ জন। তিনটি উপজেলায় মোট ভোট কেন্দ্র ২৬৭টি। এর মধ্যে বাগমারা উপজেলায় ১২২টি, পুঠিয়ায় ৭৮ ও দুর্গাপুরে ৬৭টি ভোট কেন্দ্র।
২১ মে রাজশাহীর ওই তিন উপজেলায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিকে ভোটার উপস্থিতি কম ছিলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। উক্ত ভোটার উপস্থিতিতে কমিশন সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :