binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাত পোহালে কুড়িগ্রামের ৩টি উপজেলায় ভোট


বিনোদনের পদ্মফুল | কুড়িগ্রাম প্রতিনিধি মে ১৯, ২০২৪, ০৯:৩৪ পিএম রাত পোহালে কুড়িগ্রামের ৩টি উপজেলায় ভোট

কুড়িগ্রাম জেলার ৩টি উপজেলা যথাক্রমে কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাট উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি আওয়াম লীগ। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বা অন্যান্য সমমনা কোন দলেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। কৌশলগত কারণে আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে তাদের দলীয় প্রতীক দেয়নি। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতীক না দেয়ায় এবং একাধিক দলীয় প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়ায় পাড়ায় পাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং, কোন্দল এখন চরমে। অনেকে আশংকা করছে নির্বাচন পরবর্তী সময়ে দলীয় প্রার্থীদের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু পুনরায় চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছে। কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের এই নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোঃ জাফর আলীর পুত্র মনজুরুল ইসলাম রতন আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন প্রার্থী হলেও সাধারণ ভোটারদের আস্তা অর্জনে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ব্যাপক সারা ফেলেছেন মনজুরুল ইসলাম রতন।
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রব রাজু পুনরায় চশমা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে শিম্মি খাতুন এগিয়ে রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউনিয়ন কমান্ডার ও ঘোগাদহ যুব সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং ৪নং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সাত্তার এর পুত্র আলহাজ্ব সাদেকুর রহমান সবুজ এর স্ত্রী ভাইস চেয়ারম্যান প্রার্থী শিম্মি খাতুন।
রাজারহাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী মোটর সাইকেল প্রতীক নিয়ে আবারো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনমত জরিপে জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী সর্বাধিক এগিয়ে রয়েছেন।
রাজারহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন প্রার্থী মাধবী রানী এবার ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জনমত জরিপে সর্বাধিক এগিয়ে রয়েছেন। উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জনমত জরিপে ক্লিন ইমেজের পরিচ্ছন্ন নেতা হিসেবে সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতীক নিয়ে সর্বাধিক এগিয়ে রয়েছেন।
উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুরুষ পদে পুনরায় বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ সরকার টিয়া পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনমত জরিপে আবু সাঈদ সরকার এগিয়ে রয়েছেন।
আসন্ন উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেবিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত মতি শিউলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মতি শিউলী কলস প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধারণা করা হচ্ছে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে কুড়িগ্রামের ৩টি উপজেলার মধ্যে সর্বাধিক ভোট পেয়ে কলস প্রতীক নিয়ে মতি শিউলী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন বলে জনশ্রুতি রয়েছে।
৩টি উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে একদিকে যেমন ভোটারদের মাঝে ভোট উৎসবের আমেজ তৈরি হয়েছে, তেমনি আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কোন্দল দেখা দেয়া সহ কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট সংঘর্ষের খবর পাওয়া গেছে।

Side banner