binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নলছিটিতে জনতার মুখোমুখি উপজেলা নির্বাচনের প্রার্থীরা


বিনোদনের পদ্মফুল | মশিউর রহমান রাসেল মে ১৪, ২০২৪, ০১:৪৫ পিএম নলছিটিতে জনতার মুখোমুখি উপজেলা নির্বাচনের প্রার্থীরা

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি),  নলছিটি  এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর নাগরিক প্রকল্পের সহায়তায় পিএফজি, নলছিটি  উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
পিএফজি’র কো-অডিনেটর মো. খলিলুর রহমান মৃধা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার মেয়র আ. অহেদ খাঁন, নলছিটি মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিলের   কমান্ডার মো. হাবিবুর রহমান তালুকদার।  
মো: আমির হোসেন এর সঞ্চালনায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জি,কে,মোস্তাফিজুর রহমান (দোয়াত-করম), মো: সালাহ উদ্দিন খান সেলিম (মোটর-সাইকেল) সভায় উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনচৌধুরী (আনারস) অনুষ্ঠানে অংশ গ্রহন করেননি।
এছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে  উপস্থিত হয়ে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সবার্ত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী মায়মুনা আক্তার রুবি  পিএফজি’র নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।

Side banner