binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কালাইয়ে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হলেন মিলন


বিনোদনের পদ্মফুল | সুকমল চন্দ্র বর্মন মে ১৩, ২০২৪, ০৪:৫৮ পিএম কালাইয়ে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হলেন মিলন

কালাই উপজেলা নির্বাচনে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হলেন মিনফিজুর রহমান মিলন। কালাই উপজেলার ৩২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩২ কেন্দ্রের মোট ফলাফলে মিনফিজুর রহমান মিলন মোটরসাইকেল প্রতীকে ৩২৮৭৪ ভোটে টানা চতুর্থ বারের মতো কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফকুল ইসলাম তালুকদার বেলাল আনারস প্রতীক ২৪০৪১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

Side banner