binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কলমাকান্দায় আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


বিনোদনের পদ্মফুল | ইমন রহমান এপ্রিল ২৯, ২০২৪, ০৬:৫৮ পিএম কলমাকান্দায় আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতার মিথ্যাচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মো. রফিকুজ্জামান খোকন। উপজেলা সদরের ধানমহাল রোড এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়। এতে তার কর্মীসমর্থক সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কিছু আওয়ামী লীগ নামধারী নেতারা অন্য এক প্রার্থী আলহাজ্ব আব্দুল কদ্দুছ বাবুল মিয়ার পক্ষে সরাসরি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে ওই প্রার্থীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বলে ভোটারদের নিকট বলে বেড়াচ্ছে। এরই প্রতিবাদে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

Side banner