binodonerpadmaful
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ভারত বাংলাদেশকে মরুভূমি বানিয়েছে: মুফতি রেজাউল করীম


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১০:৫১ পিএম ভারত বাংলাদেশকে মরুভূমি বানিয়েছে: মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যারা আওয়ামী লীগ করবেন আমি বলব করেন। কিন্তু শেখ হাসিনা বা তার ফ্যামিলির নেতৃত্বে নয়। কারণ তারা প্রথম থেকেই তাদের (ভারতের) দাসত্বের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের মানুষের জন্য কোনো কল্যাণের কাজ করেনি। আমাদের দেশকে বিকিয়ে দিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা পৌরসভার আবুল হোসেন ঈদগাহ ময়দানে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের বিষয়ে রেজাউল করীম বলেন, ১৬ ডিসেম্বর যেখানে আমরা বাংলাদেশের বিজয় দিবস পালন করে থাকি সেখানে ভারতও পালন করে। নরেন্দ্র মোদি সেদিন বললেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে ভারত বিজয় লাভ করেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাদের বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে বন্ধুত্ব। কিন্তু আমরা সেই বন্ধুত্বের সম্পর্ক করতে পারছি না কেন? আমরা দেখেছি, স্বাধীনতার সময় আমাদের দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। কিন্তু স্বাধীনতার পর আমাদের দেশের যত গুরুত্বপূর্ণ এবং মানসম্পন্ন সম্পদ ছিল তারা নিয়ে গেছে। এই হলো আমাদের বন্ধুত্ব। এরপর আমরা দেখেছি ৫৩ বছরে তাদের যত কার্যক্রম ছিল সব কার্যক্রম তাদের নিজেদের স্বার্থে। বাংলাদেশের ছোট কোনো স্বার্থের জন্যও তারা কাজ করেনি। পানির ব্যাপারে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে মরুভূমি বানিয়েছে। ব্যবসার নামে আমাদেরকে শোষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা দেশের কল্যাণ, মানুষের কল্যাণ দেখিনি। হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছে। আমরা ৫৩ বছরে একবার দুইবার নয় চোরের দিক থেকে তামাম দুনিয়ায় পাঁচবার ফার্স্ট হয়েছি। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। সে হিসাবে আমি বলব আমরা স্বাধীনতার ৫৩ বছরে যাদের ক্ষমতায় দেশ পরিচালনা দেখেছি এরা আবার ক্ষমতায় এলে ভালো কিছু পাওয়ার আশা অবাস্তব।
আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রেজাউল করীম বলেন, ৫৩ বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে এককভাবে দল ক্ষমতায় যায়। যাওয়ার পর ফ্যাসিস্ট হয়, খুনি হয়, পাচারকারী হয়। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। সেই লক্ষ্যে আমরা বলছি ৯১টার মতো দেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হয়েছে। প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। ছোট থেকে সব দলের সম্পৃক্ততা সংসদে থাকবে। অর্থাৎ ভোটের সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে। যখন সব প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তখন আর কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। এটাই আমাদের দাবি।

Side banner