binodonerpadmaful
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

তাড়াইলে সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১২, ২০২৫, ০৩:৩২ পিএম তাড়াইলে সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন সভাপতি আবুল হাসান রতন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। 
তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে আবুল হাসান রতন সভাপতি নির্বাচিত হন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে আজ বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৩ জন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। 
তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Side banner