binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বড়লেখায় জামায়াতের উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান


বিনোদনের পদ্মফুল | আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৪, ০২:২৪ পিএম বড়লেখায় জামায়াতের উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নে কৃষি সচেতনতা তৈরি ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বিকেলে দাসের বাজার ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মৌলভীবাজার-১ (বড়লেখা জুড়ি) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম।
দাসের বাজার জামায়াতের ইউনিয়ন সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দাসের বাজার সদর ইউনিট সেক্রেটারি জালাল আহমদ, অর্থ সম্পাদক মাহের আহমদ, ইসলামী ছাত্রশিবির দাসের বাজার ইউনিয়ন সভাপতি রুবেল আহমদ, তালিমপুর ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব সহ প্রমুখ।

Side banner