binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফরিদপুরে ওলামাদলের বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত


বিনোদনের পদ্মফুল | ফরিদপুর প্রতিনিধি নভেম্বর ১২, ২০২৪, ১১:৪৫ এএম ফরিদপুরে ওলামাদলের বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ¦ জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, মো. সেলিমুজ্জামান সেলিম, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারি ড্যানি, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, ওলামাদল কেন্দ্রীয় কমিটির সাবেক আহবায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক, ওলামাদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা মো. আবুল হোসেন, ওলামাদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা দেলোয়ার হোসেন ও ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ, যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হক মিঠু।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা লোকমান হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা ওমর ফারুক।

Side banner