binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপকর্মের কারণে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে: আমজাদ হোসেন


বিনোদনের পদ্মফুল | গাংনী (মেহেরপুর) প্রতিনিধি নভেম্বর ১১, ২০২৪, ০৩:১৩ পিএম অপকর্মের কারণে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে: আমজাদ হোসেন

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন, ৭৪ সালে দুর্ভিক্ষের সময় কুকুরের সাথে মানুষ খাবার নিয়ে টানাটানি করেছে। খাবারের অভাবে মানুষ ডাষ্টবিনের খাবার খেয়েছে। শেখ মুজিবের সময় সেটি হয়েছে। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে রবিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ হয়। এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস আমজাদ হোসেন। 
শোভাযাত্রা শেষে গাংনী বাজার বাসষ্ট্যান্ডে গণ-সমাবেশে অনুষ্ঠিত হয়। 
গাংনী উপজেলা ও গাংনী পৌর বিএনপি আয়োজিত গণ-সমাবেশে বক্তব্য প্রদানকালে সাবেক সংসদ সদস্য আমজাদ হােসেন আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের মিথ্যাচার ও ষড়যন্ত্র প্রতিহত করা হবে। কোন চক্রান্ত করে  লাভ হবে না।  কোন নেতা কর্মীকে রাজপথে নামতে দেয়া হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রউফ মাস্টার।
গাংনী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ-হেল মারুফ পলাশ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার, গাংনী উপজেলা বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু মাস্টার।
এসময় বক্তব্য রাখেন গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম কালাম, রাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলাম, রাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, গাংনী পৌর বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক গোলাম হোসেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা নুর ইসলাম, যুবদল নেতা আমজাদ হোসেন, কৃষকদল নেতা ফজলুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  
এসময় উপস্থিত ছিলেন মহিলা দলনেত্রী আসমা তারা, ছামিরন নেছা, মরিয়ম সহ জেলা, উপজেলা  বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

Side banner