দিনাজপুরের নবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গরীব অসহায়দের মাঝে বিনামুল্য ঔষুধ প্রদানের কর্মসুচী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৮ অক্টাবর) বেলা ১১ টায় উপজেলা যুবদলর আয়াজন ডাকবাংলা চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা এর সঞ্চালনায় ও যুবদলের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে এম মাসুদুল ইসলাম, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপদেষ্টা নজরুল ইসলাম, সদস্য আবু তাহের ক্বারী, উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হাসান সহ স্বেছাসবকদল, কৃষকদল ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :