binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খোকসায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বিনোদনের পদ্মফুল | মো. সবুজ আলী, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২৪, ০৯:২১ পিএম খোকসায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া খোকসায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে খোকসা উপজেলা যুবদল ও পৌর যুবদল। 
রবিবার বিকেল ৪:৩০ মিনিটে খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে বের হয়ে খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশ শেষে মাগরিব নামাজের পর কেক কাটা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি এ জেড জি বাজু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু, উক্ত সভাটি সঞ্চালনা করেন মোঃ বাহারুল আলম-সদস্য সচিব খোকসা থানা যুবদল। 
এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা যুবদল ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Side banner