binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ


বিনোদনের পদ্মফুল | শাহিন নুরী অক্টোবর ২৪, ২০২৪, ০৯:৪৪ পিএম গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। 
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম. হাছিবুল ইসলাম। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে গণ সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা সভাপতি মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, সেক্রেটারী মুফতি শেখ হেলাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো. শাহাজ উদ্দিন রিয়াদ, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী, বাংলাদেশ মুজাহিদ কমিটি  সদর উপজেলা নেতা মাওলানা মো. মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মৌলভী মোহাম্মদ আব্দুল মোত্তালিব মন্ডল, ইসলামী আইনজীবী পরিষদ জেলা সভাপতি অ্যাড. মোহাম্মদ আজিজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আহমাদ আলী প্রমুখ। 
গণ সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারী মুফতি আল আমিন বীন হোসাইন। বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন ও ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ইসলামী সমাজতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

Side banner