কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী, কেবিনেট সচিব, স্থায়ী কমিটির সদস্য ও হোমনা মেঘনা ও তিতাস আসনের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এমকে আনোয়ারের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে পরিবারের পক্ষে বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে হোমনার বাসভবনে মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের আত্মার মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শুরুর আগে মরহুম এমকে আনোয়ারের কবরে পরিবারসহ হোমনা মেঘনা ও তিতাস তিনটি উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এর পর দোয়া মাহফিলে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিস ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক এফ এম তারেক মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার ও হোমনা-মেঘনা এবং তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো ও মানুষ অংশগ্রহন করেন।
এ দিকে মরহুম এমকে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার উপস্থিত সকালের কাছে তার বাবা মায়ের জন্য দোয়া চান। পরে তিনি হোমনা ও মেঘনা উপজেলার প্রায় ৫০টি মাদ্রাসায় নগদ অর্থ অনুদান দেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে এম কে আনোয়ার মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন এই রাজনীতিবিদ।
আপনার মতামত লিখুন :