binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঝিকরগাছার জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত


বিনোদনের পদ্মফুল | ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা অক্টোবর ২০, ২০২৪, ০৬:৪০ পিএম ঝিকরগাছার জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারন ইউনিয়ন শাখার সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে নাভারন কলোনী বাজারে অনুষ্ঠিত সহযোগী সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আমীর আলহাজ্ব মাস্টার আছাদুজ্জামান। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পশ্চিম শাখার আমির মাওলানা হাবিবুর রহমান। 
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর-২ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, নাভারন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা জিয়াউল হক। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শুরা কর্ম পরিষদ সদস্য মাওলানা একরাম উদ্দীন, মাওলানা আমিনুর রহমান, আশিক মাহমুদ, উপজেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন, জামায়াত নেতা মাওলানা আকরাম আলী, আমিনুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, নাভারন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম। 
পরে যশোর-বেনাপোল মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Side banner