binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পাবনায় দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত


বিনোদনের পদ্মফুল | মোঃ নুরুন্নবী অক্টোবর ১৯, ২০২৪, ০৪:৫৮ পিএম পাবনায় দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার উদ্যোগে আগ্রসার কর্মীদের নিয়ে দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। 
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭ ঘটিকা হইতে পাবনার ঐতিহ্যবাহী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলহাজ্ব আছির উদ্দিন মিলনায়তনে অগ্রসর কর্মী নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। 
দিনব্যাপী শিক্ষা শিবিরে পাবনা সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের সংগ্রামী আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল গাফফার খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যাপক রেজাউল করিম। 
শিক্ষা শিবিরে জামায়াত কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথমে জামায়াত দক্ষ ও যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেকে সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করতে। সমাজের সকল পর্যায়ের মানুষের মনকে জয় করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের নীতি-নৈতিকতায় উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। 
আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা ওবায়দুর রহমান খান,  সদর উপজেলার অফিস সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক জীবন মাহমুদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান সিরাজী প্রমুখ।

Side banner