হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা'র সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গাংনী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, বিএনপি নেতা শাজাহান সেলিম, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, যুবদল নেতা শাহিবুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে শারদীয় দূর্গা পূজাকে সর্বজনীন করতে সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এছাড়াও তিনি হিন্দু ধর্মাবলম্বীরা যেন সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :