binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

স্বস্তির আরেক নাম সেনাবাহিনী, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৫, ০৪:৪৯ এএম স্বস্তির আরেক নাম সেনাবাহিনী, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ

প্রিয় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন মানুষ। ঘরমুখো মানুষেরা যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন সেজন্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। এতে নির্বিঘ্নে, কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে দেশের বিভিন্ন জেলা সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় সেনা সদস্যদের অবস্থান দেখা যায়। এ সময় অতিরিক্ত যানবাহনের চাপ, যত্রতত্র পার্কিং এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অভিযান চালায় যৌথবাহিনী। এতে পুরো মহাসড়ক ফাঁকা হয়ে যায়।
জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশনের নির্দেশনায় ৩৩ আর্টিলারি ব্রিগেডের অধীন ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সরাসরি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।
সরেজমিনে দেখা যায়, সেনাসদস্য ও পুলিশ সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচলের শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এ ছাড়া ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাসমালিক ও চালকদের প্রতি ফিটনেসবিহীন গাড়ি চালানো, অতিরিক্ত গতি, যত্রতত্র যাত্রী ওঠানামা, লেন পরিবর্তন ও ট্রাফিক আইন লঙ্ঘন না করার কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে।
এ ছাড়া, মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও বাজারের কারণে যানজট দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সেনাবাহিনী সংশ্লিষ্ট বাজার কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে।

Side banner