প্রিয় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন মানুষ। ঘরমুখো মানুষেরা যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন সেজন্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। এতে নির্বিঘ্নে, কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে দেশের বিভিন্ন জেলা সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় সেনা সদস্যদের অবস্থান দেখা যায়। এ সময় অতিরিক্ত যানবাহনের চাপ, যত্রতত্র পার্কিং এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অভিযান চালায় যৌথবাহিনী। এতে পুরো মহাসড়ক ফাঁকা হয়ে যায়।
জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশনের নির্দেশনায় ৩৩ আর্টিলারি ব্রিগেডের অধীন ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সরাসরি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।
সরেজমিনে দেখা যায়, সেনাসদস্য ও পুলিশ সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচলের শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এ ছাড়া ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাসমালিক ও চালকদের প্রতি ফিটনেসবিহীন গাড়ি চালানো, অতিরিক্ত গতি, যত্রতত্র যাত্রী ওঠানামা, লেন পরিবর্তন ও ট্রাফিক আইন লঙ্ঘন না করার কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে।
এ ছাড়া, মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও বাজারের কারণে যানজট দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সেনাবাহিনী সংশ্লিষ্ট বাজার কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে।
আপনার মতামত লিখুন :