স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো। এ বিষয়ে কাজ চলছে। নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে বিষয়টি বাস্তবায়ন করা হবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ উচ্চ বিদ্যলয় মাঠে মুরাদনগরবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলের অনেকেই বলতেন ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনা তো ক্ষমতা ছেড়ে ভারত পালালেন, তখন ভারত কোথায় ছিল? যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছেন এ দেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, হেফাজতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই আগস্টে কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :