আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬টি নতুন জাহাজ কিনবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এসব জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (২৩ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রাজুয়েশন কুচকাওয়াজে এসব কথা জানান।
সাখাওয়াত হোসেন জানান, মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
নৌ উপদেষ্টা আরো বলেন, এবার বাংলাদেশ মেরিন একাডেমিতে ৩০ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বেশ উৎসাহব্যঞ্জক।
৫৮তম ব্যাচে নটিক্যাল শাখায় ১১৮ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ১২০ জন ক্যাডেটসহ মোট ২৩৮ জন ক্যাডেট মেরিন একাডেমীতে ০২ বছর একাডেমীক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছে।
এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ শাখায় মো: ইবনে ফয়সাল তানভীর মজুমদার, ক্যাডেট নং- ৫৭৪৩ এবং প্রকৌশল শাখায় ইফফাদ হাসান অনিক, ক্যাডেট নং-৫৬১১ কে নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ৫৮ তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো: মিনহাজ সাদমান, ক্যাডেট নং- ৫৬৯০ কে মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত করা হয়।
ক্যাডেটগণ প্রশিক্ষিত হয়ে দেশী-বিদেশী সমুদ্রগামী জাহাজে যোগদান করে থাকেন। আজকে ৫৮ তম ব্যাচের ২৩৮ জন ক্যাডেট বিশ্ব সমুদ্রে পদার্পন করতে যাচ্ছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন বাহিনীর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :