binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণে কোন বাঁধা দেখছি না: বদিউল আলম


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৯, ২০২৪, ০৫:৪৩ পিএম নির্বাচনে আ.লীগের অংশগ্রহণে কোন বাঁধা দেখছি না: বদিউল আলম

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোন বাঁধা নেই বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোন বাঁধা-বিপত্তি দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন। যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।
আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বদিউল আলম বলেন, আপনাদের মতো আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি।
আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তো কোন বাঁধা দেখছি না। তাদের জন্য কোন বাঁধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখছি না। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যারা সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে। কোন রকম বাঁধা দেওয়া হবে না। আমি আশা করি, সব দল নির্বাচনে অংশ নেবে।

Side banner