binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত 


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক  ডিসেম্বর ৭, ২০২৪, ০২:০৭ পিএম ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত 

ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির ৫২তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোফাক্কের হোসেনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসিকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি (২৫-২৬) ঘোষণা করা হয়েছে। 
নতুন কমিটি গঠনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির প্রধান ও সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল হোসাইন কমিটি ঘোষণা করলে উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে হাততালির মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানান। 
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, কাকরাইল, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬, বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, সমিতির পৃষ্ঠপোষক ও সাবেক সভাপতি এম এ খালেক পিএসসি। 
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিকদার মোহাম্মদ সাহাব উদ্দিন, মেজর জেনারেল ডা. এটিএম বাক্কি, অবসরপ্রাপ্ত কর্নেল মর্তুজা, অবসরপ্রাপ্ত কর্নেল মো. মনিরুল ইসলাম পিএসসি, অ্যাডভোকেট রফিক সিকদার ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। 
বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির ৫২তম বার্ষিক সাধারণ সভা যেন প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছিল! উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের আলোকিত গুণীজন ও সদস্যবৃন্দ! সাধারণ সদস্যদের বক্তব্য পর্বে সমিতি তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে বলে বক্তারা আনন্দ প্রকাশ করেন। 
সাধারণ সদস্যদের মধ্য থেকে মো. সিরাজুল ইসলাম, আসমাউল হুসনা লিজা, আবু মুছা ভূঁঞা, এনামুল হক বাবলু, মো. কামরুজ্জামান, আজিজুল হক খোকা, অ্যাডভোকেট মীর হালিম প্রমুখ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 
নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোফাক্কের হোসেন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাঞ্ছারামপুরবাসীর প্রকৃত কল্যাণ নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ অন্যান্য বিষয়ে আমরা যত্নশীল ভূমিকা পালন করব। 
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি (অব:) সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎ দায়িত্ব পালনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী কমিটি সকল সদস্যদের পক্ষে সমিতির উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। 
সর্বশেষ, ৫২তম সভায় সভাপতিত্বকারী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান উপস্থিত, অনুপস্থিত সকল সদস্য, সকল দাতা, সংবাদকর্মী, বাঞ্ছারামপুরবাসী, শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Side banner