ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার কাগমারীর নিকট হতে ৫১ বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামী মো. ইকরামুল হক (৪২) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সোলেমানপুরের মৃত ইছাহক আলী মন্ডল ও মোছা: আনেসা খাতুন দম্পতির ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টায় কোটচাঁদপুর থানার কাগমারী মোড়ের নিকট যাত্রী ছাউনীর পাশে কালীগঞ্জ থেকে খালিশপুর গামী পিচ রাস্তার উপর থেকে ইকরামুল হককে গ্রেফতার করে ডিবি। তার নিকট হতে ৫১ বোতল মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :