binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

লালমনিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৮:৫১ এএম লালমনিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন লারমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম এলাকার আজগর আলী খানের ছেলে আব্দুল হামিদ খান (৪৮), ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মৃত সহিদ পাইকের ছেলে লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী হাটু বালুগাও এলাকার বুদাই দেওয়ানের ছেলে আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে নয়ন সরকার গোপাল (৩৮), ঢাকা কেরানীগঞ্জ রুইতপুর, ধর্মসুর এলাকার মৃত আনসার আলীর ছেলে আমির হোসেন (৪৮)।
লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে জেলা শহরের মিশনমোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ধারালো চাপাতি, ৫টি সুতার মোটা রশি, কাঠের হাতল যুক্ত একটি চেইন, একটি চাকু, বড় কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতের প্রধান আব্দুল হামিদের বিরুদ্ধে ৭টি ডাকাতি ও চুরির মামলা ছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে ৫/৬টি করে ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মামলা করে দুপুরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Side banner