binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ভোট ৫ নভেম্বর 

রাউজান প্রেস ক্লাবে ভোটের আমেজ


বিনোদনের পদ্মফুল | রয়েল দত্ত নভেম্বর ১, ২০২৪, ০১:১১ পিএম রাউজান প্রেস ক্লাবে ভোটের আমেজ

আনারস দেখিয়া ভোট দিবেন হাসিয়া/আপনার ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলা গাছে/আনারস পাখি খায়, প্রজাপতি উড়ে বেড়ায়-এইভাবেই প্রচারণায় নেমেছেন রাউজান প্রেস ক্লাবের নির্বাচনে অংশগ্রহণ কারি প্রার্থিরা।
ইতোমধ্যে পোস্টার ব্যানারে চেয়ে গেছে রাউজান প্রেস ক্লাবের এলাকা। বিভিন্ন কৌশলে প্রার্থিরা ভোটারের কাছে ভোট চেয়ে, ভোটারের মন রক্ষা করার চেষ্টা করছেন।
উল্লেখ্য যে, আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করা হবে। ভোটের ফলাফল ঘোষণা করার পর বিজয়ীদের ফুলেল শুভেচছা জানানো হবে। 
সকল প্রার্থীকে প্রচারণা শুরু করায় অভিনন্দন জানিয়ে, একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিনীত অনুরোধ জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাংবাদিক প্রদীপ শীল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শফিউল আলম, সাংবাদিক কামরুল ইসলাম বাবু।

Side banner