binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা


বিনোদনের পদ্মফুল | মিজানুর রহমান এপ্রিল ২৫, ২০২৪, ০৮:১১ এএম শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা

শেরপুর জেলার ৫ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জেলার পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আক্তারুজ্জানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর ১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু।
শেরপুর ২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী সম্মতি প্রকাশ করেন মোবাইলের মাধ্যমে।
জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী রবিন এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মো. গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের বিগত কমিটিকে বিলুপ্ত করে দেবাশীষ ভট্টাচার্য (বিটিভির জেলা প্রতিনিধি) কে সভাপতি এবং মেরাজ উদ্দিন (ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি) কে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় শেরপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Side banner