সবার কানন কুসুমে ভরিয়া
শুকিয়ে ফেলেছি আমার দরিয়া
আমার সকল দিয়ে।
আমার নয়ন দুহাতে ঢাকিয়া
সবার স্বপন নয়নে মাখিয়া
মেতেছি সবারে নিয়ে।
ফুটাতে সবার নিশিত কামিনী
ডাকিয়া এনেছি আঁধার যামিনী
আমার ভূবন ঘিরে।
সবার তরনী সাগরে ভাসিয়ে
আমার খানিরে শাসনে শাসিয়ে
বাঁধিয়া রেখেছি তীরে।
সুখেতে ভাসাতে সবার তরনী
ডুবিয়ে দিয়েছি আমার ধরণী
আমার চোখের জলে
আমার অসীম পিয়াসা ভুলিয়া
সবারে যতনে উপরে তুলিয়া
নিজেরে রেখেছি তলে।
সবার নয়নে কাজল মাখিয়া
আমার নয়নে নয়ন রাখিয়া
দেখিতে পারিনি চেয়ে।
সবার চোখের কাঁদন কাঁদিয়া
আমার নয়ন এনেছে সাধিয়া
সবারে সাজাতে যেয়ে।
আপনার মতামত লিখুন :