binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শরৎ আকাশে মেঘের চিঠি


বিনোদনের পদ্মফুল | গোলাপ মাহমুদ সৌরভ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১০:৫৪ এএম শরৎ আকাশে মেঘের চিঠি

ফুল ফুটেছে ফুল ফুটেছে
ওই যে নদীর ধারে,
হাওয়া দুলে সাদা কাশফুল
মেঘ বালিকা উড়ে।

শরৎ আকাশে মেঘের চিঠি
আষাঢ় শ্রাবণ ঘিরে,
মেঘ এসেছে শ্যামল গায়ে
রাখাল এসো ফিরে।

নদীর জলে শাপলা ফুটে
পদ্ম পাতায় ব্যাঙ,
কাঁদার জলে পড়লো দাদু
ভাংলো নিজের ঠ্যাং।

Side banner