binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আক্তার গ্রেপ্তার


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার মার্চ ২৩, ২০২৫, ০৩:১৮ পিএম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আক্তার গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নাগরিক পার্টির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ওই মামলা করেন। পরে আজ ভোরে আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, শনিবার (২২ মার্চ) সিলেট নগরের আমানউল্লাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। তাতে মাহবুবুর রহমান শান্ত নামের লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র আহত হন। ওই ঘটনায় গতকাল রাতে তিনি বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় মামলা করেন।

Side banner