binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তাপদাহে মাঝে শরবতের দোকানে জনসাধারণের ঢল


বিনোদনের পদ্মফুল | অংকন দাস এপ্রিল ২৮, ২০২৪, ০৭:০২ পিএম তাপদাহে মাঝে শরবতের দোকানে জনসাধারণের ঢল

যশোরের ঝিকরগাছা উপজেলায় সারাদেশের ন্যায় অতিরিক্ত তাপদাহে জনজীবনে দুর্ভোগ চরমে ভাবে নেমে এসেছে। ফলে পথচারী সহ সকল শ্রেণী পেশার মানুষ একটু প্রশান্তি পেতে ছুটে যাচ্ছেন আইসক্রিম , শরবত ও আখের রসের দোকানে। অতি তাপদাহের মাঝে ঠান্ডা স্বাদ উপভোগ করতে দলে দলে ছুটে আসছেন জনসাধারণ ওইসব দোকানগুলিতে। বিক্রেতারা স্বল্প পুঁজিতে বিভিন্ন ধরনের ফল ও লেবুর শরবত বিক্রি করে অধিক পরিমাণে লাভবান হওয়ায় তাদের মাঝে উৎফুল্লতা দেখা যাচ্ছে। লেবুর শরবত তৈরি করতে এক খন্ড বরফ, পরিমাণ মতো লবণ ও চিনি মিশিয়ে প্রতি গ্লাস লেবুর শরবত ১০-১৫টাকায় বিক্রি করে দৈনিক ১-২ হাজার টাকা আয় করছে শরবত বিক্রেতারা। আখের রস বিক্রি হচ্ছে প্রতি গ্লাস ১০ থেকে ১৫ টাকা। অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ঠান্ডা ও কোমল পানি সেবন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রাশিদুল আলম।
তিনি এ প্রতিবেদককে জানান, অতিরিক্ত তাপদহের কারণে শিশু ও বৃদ্ধ মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে ডায়রিয়া, সর্দি কাশি, অ্যাজমা, হাঁপানি ও বয়স্কদের স্ট্রোক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে রৌদ্র থেকে ঠান্ডা জায়গায় অবস্থান করা, ঠান্ডা পানি দিয়ে গোসল করা এবং পিপাসিত হলে সাধারণ পানি পান করার পরামর্শ দেন। বড় ধরনের কোন সমস্যা দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্স এসে চিকিৎসা নেওয়া প্রয়োজন। তবে ঠান্ডা স্বাদ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার শরবতের দোকানে। এমনই একটি চিত্র দেখা গিয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার বেসিক ব্যাংকের সামনে।
শরবত বিক্রেতা হেলাল উদ্দিনের সাথে সাক্ষাৎকারে শরবত বিক্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত গরমে ঠান্ডা পানি ও শরবত সকলের খুব প্রিয় হয়ে ওঠে এজন্য গরমে শরবতের চাহিদা বৃদ্ধি পায়। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় শরবত বিক্রি করে আসছি। দ্রব্যমূল্যের উৎপাদন খরচ ও লেবুর ক্রয়মূল্য বৃদ্ধি পেয়েছে। গত এক বছর আগে আমি প্রতি গ্লাস লেবুর শরবত ৫ টাকা দরে বিক্রি করেছি। তবে এখন এই সকল পণ্যের দাম বেশি হওয়ায় শরবতের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ভিড় জমানো ক্রেতাদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, অতি গরমের মাঝে ঠান্ডা স্বাদ অতুলনীয়। রোদের মধ্যে তাপ সহ্য করার নয় এজন্য কাজের অবসর সময়ে শরবতের ঠান্ডা স্বাদ নিতে আসছি।

Side banner