ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৯৯ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্টে এই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়াদের মধ্যে তিনিও ছিলেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও প্রাক্তন মেজর লীগ বেসবল খেলোয়ার অক্টাভিও ডোটেল রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেল মারা যান। ডোটেল ১৯৯৯ সালে নিউ ইয়র্ক মেটসের হয়ে খেলতে শুরু করেছিলেন এবং ২০১৩ সাল পর্যন্ত হিউস্টন অ্যাস্ট্রোস, ওকল্যান্ড এ’স, নিউ ইয়র্ক ইয়াঙ্কিস, শিকাগো হোয়াইট সক্স এবং ডেট্রয়েট টাইগার্সসহ দলগুলির হয়ে খেলেছিলেন।
জানা গেছে অনুষ্ঠানে শত শত মানুষ ছিলেন এবং প্রায় ৪০০ উদ্ধারকারী এখনও জীবিতদের সন্ধান করছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেছেন, তিনি আশাবাদী যে ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন।
জেট সেট হল সান্টো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব, যেখানে সোমবার সন্ধ্যায় নিয়মিতভাবে নৃত্য সঙ্গীত কনসার্টের আয়োজন করা হয়। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এই কনসার্টে উপস্থিত ছিলেন।
ক্লাবের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে মঞ্চের সামনে টেবিলে বসে থাকা লোকজন এবং পিছনে সঙ্গীতের তালে নাচছে রুবি পেরেজ গান গাইছেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পৃথক মোবাইল ফোন রেকর্ডিংয়ে, মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে ‘সিলিং থেকে কিছু পড়ে গেছে’ এবং তার আঙুল ছাদের দিকে ইশারা করতে দেখা যাচ্ছে।
৩০ সেকেন্ডেরও কম সময় পরে, একটি শব্দ শোনা যায় এবং রেকর্ডিংটি কালো হয়ে যায়।
রুবি পেরেজের ব্যান্ডের একজন সদস্য স্থানীয় বিবিসিকে বলেন, ‘রাত ১টার দিকে ধসের সময় ক্লাবটি পূর্ণ ছিল। আমি ভেবেছিলাম এটি একটি ভূমিকম্প।’
রুবি পেরেজের মেয়ে বলেছেন যে ধ্বংসস্তূপে আটকা পড়াদের মধ্যে তার বাবাও ছিলেন।
দুর্ঘটনার সময় ক্লাবটিতে ৫০০ থেকে ১ হাজারের মতো মানুষ ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজও রয়েছেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ডোমিনিকান প্রজাতন্ত্রের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (সিওই) পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ বলেন, এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এখনো উদ্ধারকাজ চলছে।
মেন্ডিজ আরও বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত উদ্ধারকাজ চলবে।
দেশটির রাষ্ট্রপতি লুইস আবিনাদার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :