binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান


বিনোদনের পদ্মফুল | আন্তর্জাতিক ডেস্ক     জানুয়ারি ১৩, ২০২৫, ০৮:১২ পিএম ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

জাপানের কিউশু অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ জানুয়ারি) ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।
জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রতি বছর সেখানে অন্তত ১ হাজার ৮০০টি ভূমিকম্প হয়, যা গোটা পৃথিবীর প্রায় ১৮ শতাংশ। দেশটির ঘরবাড়িগুলোও সেই মতো করে তৈরি করা হয়। এ কারণে ক্ষয়ক্ষতিও হয় কম।
এর আগে মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলের দিকে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোলকম্যান ডি ভ্যাজকুয়েজ প্যালারেজ থেকে আট কিলোমিটার দূরে। এটি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। যেখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস।
সূত্র: রয়টার্স

Side banner