binodonerpadmaful
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা


বিনোদনের পদ্মফুল | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১০, ২০২৫, ১০:২০ পিএম ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইয়েমেনের একটি বিদ্যুৎ কেন্দ্র ও দু’টি বন্দরে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে শুক্রবার ইয়েমেনে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা চড়া মূল্য দিচ্ছে। হুথিদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে।
বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাশিরাহ বলেছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সানহান জেলার হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় একজন কর্মী-সহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া সেখানকার কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে বলেছে, লোহিত সাগরের তীরবর্তী রাস ইসা বন্দরে তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় কোনও বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।
আল-মাসিরাহ বলেছে, রাস ইসায় ধারাবাহিক বিমান হামলা হয়েছে। এছাড়া হুদাইদাহ বন্দরেও ছয় বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি ইয়েমেনের আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলাও বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হুথিদের সামরিক কার্যক্রম পরিচালনায় বিদ্যুতের অন্যতম উৎস সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা বানানো হয়েছে।
এদিকে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে তিনটি ড্রোন এবং লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে হুথিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলা চালানোর দাবি করেছেন।
ইসরায়েলের সাথে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
তাদের এই হামলায় বিশ্বের অনেক বড় শিপিং কোম্পানি সুয়েজ খাল দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকার কেপ অব গুড হোপের আশপাশের দীর্ঘ এবং অত্যধিক ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্যসামগ্রী সুয়েজ খালের মাধ্যমে পরিবহন করা হয়।
সূত্র: রয়টার্স।

Side banner