binodonerpadmaful
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

কানাডাকে ‘যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য’ হওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প


বিনোদনের পদ্মফুল | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৭, ২০২৫, ০১:১০ পিএম কানাডাকে ‘যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য’ হওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প

‘যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হোক কানাডা’, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিবেশী দেশকে এমনই প্রস্তাব দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আনাদোলু নিউজ এজেন্সিসহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে এ আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর আগে গত নভেম্বর মাসে কানাডাকে একই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লিখেছেন, কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন।
পোস্টে আরও লিখেছেন, যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে। সেইসঙ্গে ক্রমাগতভাবে তাদের ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। একত্রে, কি একটি মহান জাতি হবে!
উল্লেখ্য, এর আগে গত নভেম্বর মাসে কানাডাকে একই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ট্রুডো সাক্ষাতের পর সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছিলেন, কানাডা চাইলে আমেরিকার অঙ্গরাজ্য হতে পারে। যদিও ট্রুডো সে প্রস্তাব খারিজ করেছিলেন। এমনকি ২০১৭-২০২১ সাল পর্যন্ত ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রুডোর সঙ্গে তার খুব একটা সুসম্পর্ক ছিল না।
ট্রাম্প কানাডাকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, কানাডা সীমান্ত থেকে অবৈধ মাদক ও অবৈধ অভিবাসীদের পাঠানো বন্ধ না করলে কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

Side banner