binodonerpadmaful
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

মরক্কোয় অভিবাসী নৌকাডুবি, নিখোঁজ ৭০


বিনোদনের পদ্মফুল | আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:২০ পিএম মরক্কোয় অভিবাসী নৌকাডুবি, নিখোঁজ ৭০

মরক্কোর জলসীমায় অভিবাসী বহনকারী একটি নৌকাডুবিতে মালির ২৫ নাগরিকসহ ৭০ জন নিখোঁজ হয়েছে। দেশটির সরকারি সূত্রের বরাতে বামাকো থেকে এএফপি এ খবর জানিয়েছে। মালি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের উদ্দেশে যাত্রা করা নৌকা ডুবে প্রায় ৮০ জন অভিবাসী ছিল। দুর্ঘটনার শিকারদের মধ্যে ২৫ জনকে মালির তরুণ বলে সনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এএফপি তাদের প্রতিবেদনে বেঁচে যাওয়া ব্যক্তি, এই অঞ্চলের দূতাবাস, দুর্ঘটনার কবলে পড়াদের পরিবার ও কর্মকর্তদের উদ্ধৃতির বরাতে বিবৃতিতে তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, ১১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে নয়জন মালির বাসিন্দা।
প্রতি বছর হাজার হাজার অভিবাসী ইউরোপে প্রবেশের আশায় আফ্রিকার উপকূল থেকে ছোট ছোট নৌকায় বিপজ্জনক সামুদ্রিক পথ পার হতে চেষ্টা করে থাকে।
স্প্যানিশ অভিবাসনবিষয়ক এনজিও ক্যামিনান্দো ফ্রন্টেরাস বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, ২০২৪ সাল নাগাদ ক্যানারি দ্বীপপুঞ্জের হয়ে স্পেনে যাওয়ার চেষ্টাকালে ১০ হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসী মারা গেছে। 
সংস্থাটি আরও জানায়, ২০২৪ সাল ছিল সবচেয়ে মারাত্মক বছর। এ বছর প্রতিদিন গড়ে প্রায় ৩০ জন মারা গেছে।
ক্যানারি দ্বীপপুঞ্জ উত্তর আফ্রিকার উপকূল থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত। সংক্ষিপ্ততম পথটি দক্ষিণ মরক্কোর উপকূলীয় শহর টারফায়া এবং ক্যানারি দ্বীপ ফুয়ের্তেভেনচুরার মধ্যে অবস্থিত।
চোরাচালানকারীরা নিয়ন্ত্রণ এড়াতে কখনও কখনও দীর্ঘ এবং অধিকতর বিপজ্জনক পথে যাত্রা করে। বিশেষ করে আটলান্টিক রুট খুবই মারাত্মক। দুর্বল নৌকাগুলো শক্তিশালী সমুদ্র স্রোতের সাথে মানিয়ে নিতে পারে না। কিছু নৌকা ক্যানারি থেকে হাজার কিলোমিটার দূরবর্তী আফ্রিকান উপকূল থেকে যাত্রা করে।
জাতিসংঘ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলেছে, ২০১৪ সাল থেকে ১৬ হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসী আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মারা গেছে। এ পরিসংখ্যানে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়া ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে।

Side banner