binodonerpadmaful
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

শীতে ৫ পানীয় খেলেই বাড়বে রূপ লাবণ্য


বিনোদনের পদ্মফুল | স্বাস্থ্য ডেস্ক জানুয়ারি ৩, ২০২৫, ১১:৪৯ এএম শীতে ৫ পানীয় খেলেই বাড়বে রূপ লাবণ্য

শীতের রুক্ষতায় ত্বকের ক্ষতি হতে শুরু করে। যে কারণে শীতে সৌন্দর্যহানি ঘটে অন্য ঋতুর তুলনায় একটু বেশিই। তাই এ সময় রূপ-লাবণ্য ধরে রাখতে হাত বাড়াতে পারেন ৫টি বিশেষ পানীয়ের দিকে।
যদি এই শীতেও আপনি নিজেকে সুন্দর থেকে আরও সুন্দর দেখতে চান, তবে পান করতে পারেন ৫ রকম বিশেষ পানীয়। ক্ষতিগ্রস্ত ত্বকের যত্নে এবং নিজেকে সুন্দর রাখতে এ ৫ পানীয় দারুণ কাজ করে। কেননা এসব পানীয় শীতে ত্বকের রুক্ষ্মতার ভাব আটকাতে কার্যকরী। 
তাই আসুন জেনে নিই শীতেও ত্বকের সৌন্দর্য অটুট রাখতে নিয়মিত কোন পানীয়গুলোতে আপনি বেশি প্রাধান্য দেবেন-
১. ত্বকের যত্নে এক নম্বর তালিকায় রাখা যায় আপেলের জুস। আপেলে ভিটামিন এ, বি, সি পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর উপাদান থাকায় ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে আপেল দারুণ কার্যকরী। 
২. তালিকায় দ্বিতীয় সারিতে রাখা যায় শসার রস। শসায় প্রচুর পরিমাণে পানি রয়েছে। তাই শরীর আর্দ্র রাখতে শসার মতো বিকল্প কোনো শরবত পাওয়া বেশ কঠিন। 
৩. সকালের কিংবা বিকেলের হালকা নাশতার পরই খেতে পারেন উষ্ণ পানিতে লেবু এবং মধু মেশানো এক গ্লাস শরবত। ওজন আর মেদ ঝরানোর পাশাপাশি এই পানীয় ত্বকের সুরক্ষাও নিশ্চিত করে, সৌন্দর্যও বাড়ায়।
৪. বিট আর গাজরের মতো রঙিন সবজি থেকে তৈরি পানীয় প্রতিদিন ডায়েটে রাখুন। এই দুই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের নানা সমস্যা দূর করা ছাড়াও ত্বকের জেল্লা ফেরায়। 
৫. বেদানার রস: শীতে হার্টের সুস্বাস্থ্য ও ত্বকের সৌন্দর্য দুই বাড়াতে খেতে পারেন বেদানার রস। সোডিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট রয়েছে। ফাইবার, ভিটামিন সি ছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিয়মিত খাওয়ার অভ্যাস করতে পারেন বেদানার রস।  
বিভিন্ন প্রসাধনীর ঝামেলায় না গিয়ে নিয়মিত এসব পানীয় খেলেই এক মাসের মধ্যে ত্বকের পার্থক্যটা অনুভব করতে পারবেন। 
ত্বক বিশেষজ্ঞরা বলছে, এসব পানীয় শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বলিরেখা, মেছতা, অকাল বার্ধক্যের মতো সমস্যা এড়ানোর কাজেও আসে। তাই শীতে ডায়েট লিস্টে এসব পানীয়কে প্রাধান্য দিয়ে পার্থক্যটা নিজেই অনুভব করুন।

Side banner