binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়


বিনোদনের পদ্মফুল | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২৪, ০৪:০২ পিএম কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও হাসিমুখ ফাউন্ডেশনের সহযোগিতায় কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে উপজেলার জিলাপি তলা সংলগ্ন মায়া মেডিকেল হলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফ্রি চিকিৎসা প্রদান করেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক দে।
এসময় ফ্যামিলি কেয়ারের ব্যাবস্থাপনা পরিচালক সুজয় চাকী, কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাগর শেখ, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক রিফাত সহ অনেকে উপস্থিত ছিলেন।

Side banner