binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কারিনার লক্ষ্য ৭৫ বছর! 


বিনোদনের পদ্মফুল | বিনোদন ডেস্ক এপ্রিল ৩, ২০২৫, ০৭:২১ পিএম কারিনার লক্ষ্য ৭৫ বছর! 

বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ধরে কাজ করছেন কারিনা কাপুর খান। এখনও তার দর্শক চাহিদা এতটুকু কমেনি। তবে এখন বেশ বুঝেশুনে সিনেমা হাতে নেন। অবশ্য একথা তো সত্যি, বয়স হচ্ছে তার। কিন্তু কারিনা বয়সের হিসাব রাখতে  নারাজ। সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, ৭৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে চান তিনি।
২ এপ্রিল (বুধবার) কারিনা তার পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের লেখা বই ‘দ্য কমন্সেন্স ডায়েট’-এর লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি এসব বিষয়ে কথা বলেন। 
৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, বয়স কেবল একটি সংখ্যা। আমি  সবসময় ফিট থাকতে চাই যাতে বার্ধক্য যখনই আসুক না কেনো, তা মেনে নিতে পারি। ৭০ বছর বয়সেও সেটে যেতে চাই বা হতে পারে ৭৫ বছর বয়সেও। আমি সারা জীবন কাজ করে যেতে চাই। তাই আমাকে সঠিক খাবার খেতে হবে।
যোগব্যায়াম, সঠিক খাবার এবং ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, আমার কাছে বার্ধক্য মানে জীবনেরই অংশ। আমি এটা ভালোবাসি। আমি এটাকে আলিঙ্গন করছি। কিন্তু আমি ঘি, খিচুড়ি, পেশী শক্তির জন্য একটু এক্সারসাইজ, একটু হাঁটা, সূর্য নমস্কার করা, এমনকি ত্বকের চিকিৎসা বা বোটক্সের চেয়ে নিজের ছোট ছোট কাজ করা বেশি গুরুত্বপূর্ণ মনে করি।
কারিনা আরও বলেন, প্রতিটি নারীরই এই মন্ত্র অনুসারে জীবনযাপন করা উচিত যে, আত্মবিশ্বাস একটি জাদুর মতো কাজ করে। যেমনই অনুভব করুন না কেনো, প্রতিদিন নিজেকে আশ্বস্ত করাই একমাত্র ভালো থাকার উপায়।
বলা দরকার, কারিনা গত বছর কৃতি শ্যানন এবং টাবুর সঙ্গে ‘ক্রু’-এর মতো বাণিজ্যিক হিট সিনেমায় অভিনয় করেছেন। এরপর অজয় দেবগন এবং অর্জুন কাপুর অভিনীত রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় দীপিকা পাড়ুকোন, রণবীর  সিং, টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
সূত্র: এনডি টিভি

Side banner