binodonerpadmaful
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

বিশ্বনাথে বাউল আব্দুল করিম পরিষদের অভিষেক অনুষ্ঠান


বিনোদনের পদ্মফুল | মো. আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২৪, ০২:২৬ পিএম বিশ্বনাথে বাউল আব্দুল করিম পরিষদের অভিষেক অনুষ্ঠান

সিলেটের বিশ্বনাথে বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের নামে গঠিত শাহ্ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার তিন বছর মেয়াদি (২০২৫, ২৬ ও ২৭ইং) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে শাহ্ আব্দুল করিম পরিষদের সভাপতি প্রবাসী রানা খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক ও সহ-সাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথের প্রতিষ্ঠাত চেয়ারম্যান ডা. শানুর আলী মামুন।
বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের কালজয়ী গান, সৃষ্টিকর্ম ও স্মৃতি স্বরণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও পরিষদের প্রধান পৃষ্টপোষক হাজী আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী সিতাব আলী, গণি মিয়া, আব্দুল হামিদ, শ্রী অজিত দেব, মনোফর আলী, বাবুল আহমদ, এম এ নুর মিয়া, সিজুল আহমদ ও আখতার মিয়া রাজু। 
আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো: সায়েস্তা মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুস ছোবহান, সহ সভাপতি সেবুল মিয়া. ইমরান খান, সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক, সহ সাধারণ সম্পাদক ডা. উজ্জ্বল আহমদ, রইছ আলী, আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক কিংকর চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটন, অর্থ সম্পাদক আবুল হোসেন আবু, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক আরশ আলী, সাংস্কৃতিক সম্পাদক বাউল সুমন নূর, সহ সাংস্কৃতিক সম্পাদক ইউনুছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক চেরাগ আলী, আইন বিষয়ক সম্পাদক এম এ মালেক, সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, কার্যনির্বাহী সম্পাদক সিদ্দেক আলী, আব্দুল্লাহ বাবুল, মহিলা সম্পাদিক জালালী শামীমা, সদস্য রিনা আক্তার, বাবিতা আক্তার, মুর্শিদী শারমিন, জেনি আক্তার, আরশ দেওয়ান. মারজানা আক্তার, আনহার আলী, ফয়ছল গণি, মারুফ হোসেন, তাসলিমা বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে পরিষদের দায়িত্বশীলদের মধ্যে পরিচিতি পত্র প্রদান করা হয়।

Side banner